Joy Jugantor | online newspaper

বগুড়া-৩ সাবেক সংসদ সদস্য খোকার জানাজা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১১:১৭, ২৯ জানুয়ারি ২০২৫

বগুড়া-৩ সাবেক সংসদ সদস্য খোকার জানাজা অনুষ্ঠিত

বগুড়া-৩ সাবেক সংসদ সদস্য খোকার জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিকসম্পাদক ও বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিনতালুকদার খোকা গত মঙ্গলবার (২৮জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজার নামাজ গত২৯জানুয়ারি বুধবার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠেসকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার পূর্বে বক্তব্য রাখেন বিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুররহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফহোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি বগুড়া শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরীহিরু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোহিত তালুকদার, জেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক শহিদুল নবী সালাম, কে,এম খাইরুল বাশার, বগুড়াআইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আতাউর রহমান খানমুক্তা, খোকার জামাই আমেরিকা প্রবাসী হেলাল উদ্দিন সরকার

দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেকমেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু নাছের, পৌরবিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সাবেকসভাপতি কায়কোবাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতাআশরাফুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আবুরায়হান প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকারগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।