Joy Jugantor | online newspaper

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ১১ আগস্ট ২০২৫

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে পাবনার চাটমোহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(১০ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে আশরাফুল শেখ (৪১)।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। জানান, স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন এক তরুণী। বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। এ সময় তার সঙ্গে আসামি শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদৎ তরুণীকে সাতমাথায় ডেকে নেয়। এরপর ব্যাটারি চালিত অটোতে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যায়। রাত আটটার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় তরুণীর মা শাজাহানপুর থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।