Joy Jugantor | online newspaper

বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিণিধি

প্রকাশিত: ২০:৪৫, ১১ আগস্ট ২০২৫

বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও হেলপারসহ ছয়জন গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামে এক যুবকের মৃত্যু হয়।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মরদেহটি মর্গে রয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’