Joy Jugantor | online newspaper

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ১১ আগস্ট ২০২৫

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক আটক

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক আটক

বগুড়ায় বার্মিজ চাকুসহ আমিনুল ইসলাম (৩৬) নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার(১০ আগষ্ট) রাতে শহরের ওয়াবদা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমিনুল ইসলাম বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। এছাড়া তিনি ছাত্রলীগের সাবেক নেতা।

জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক আমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। ২০১৬ সালে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।