
শিবগঞ্জে পুকুর খননে মিললো প্রাচীন আমলের হাঁড়ি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুকুর খননে মিললো প্রাচীন আমলের হাঁড়ি।সোমবার সকাল থেকে কিচক ইউনিয়নের শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) মাজার শরিফে একটি পুকুর খননের সময় মিলেছে প্রাচীন আমলের এ ২টি মাটির হাঁড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, খনন কাজের সময় মাটির প্রায় ১০ ফুট নিচে অক্ষত অবস্থায় পাওয়া যায় হাঁড়ি ২টি। শোলাগাড়ি আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী জানায়, হাঁড়ি ২টি দেখতে অনেকটা পুরোনো আমলের। হতে পারে অত্যন্ত মূলবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি ওই এলাকার অতীত ইতিহাস, সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
হাঁড়ি ২টি বর্তমানে শাহ লস্কর (রঃ) এতিম খানায় রাখা আছে। পুকুরটি খনন করতে আরও ২দিন সময় লাগবে।মহাস্থান প্রত্নতাত্ত্বিক এলাকার কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, বিষয়টি আমি জেনেছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সচেতন মহল বলছে, এ আবিষ্কার শোলাগাড়ী শাহ লস্কর মাজারের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে।