
সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দুর্বৃত্তদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)।
বুধবার বিকেলে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটির জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ।
বাংলাদেশ যুব ইউনিয়নের বগুড়া সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা সুলতান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ফরিদ, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হাসান আলী শেখ, টিইউ’র বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, সিপিবির জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা মতিয়ার রহমান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা শাহনিয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।