Joy Jugantor | online newspaper

বগুড়ার রানারপ্লাজার সামনে তরুণ ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১৪ মে ২০২১

আপডেট: ১৮:২২, ১৪ মে ২০২১

বগুড়ার রানারপ্লাজার সামনে তরুণ ছুরিকাঘাত

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।

বগুড়ার রানার প্লাজার সামনে ছুরিকাঘাতে আব্দুল্লাহ আল রোমান (২২) নামের এক তরুণ আহত হয়েছেন।   শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। 

রোমান শহরের  জেলা পরিষদ এলাকার অ্যাডভোকেট তবিবুর রহমানের ছেলে। তিনি  ড্যাফোডিল নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত।

সদর ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ওই ঘটনা ঘটে।  ঘটনার পরে আশপাশে থাকা তার বন্ধুরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসে।

উপপরিদর্শক খোরশেদ জানান, রোমানের বুকের বামপাশে পাঁচটি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।  পরে রোমানের অবস্থা বেগতিক হওয়ায় রাত সাড়ে ১১ টায় অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে। 

আহত রোমানের বন্ধুরা জানায়, সন্ধ্যার দিকে চেলোপাড়া এলাকার কয়েকটি ছেলের সাথে  গণ্ডগোল বাঁধে।  পরে রাত সাড়ে ৯টার দিকে রোমান সাতমাথার দিকে বাইক নিয়ে আসতে ধরলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা একজন যুবকের ছুরিকাঘাতে আহত হওয়ার কথা জেনেছি। দুর্বত্তদের শনাক্তে আমাদের অভিযান চলছে।