Joy Jugantor | online newspaper

কাহালুতে খাদ্য বিভাগের  ১১ বস্তা আটাসহ  ভ্যান চালক আটক

কাহালু( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ৬ জানুয়ারি ২০২৬

কাহালুতে খাদ্য বিভাগের  ১১ বস্তা আটাসহ  ভ্যান চালক আটক

কাহালুতে খাদ্য বিভাগের  ১১ বস্তা আটাসহ  ভ্যান চালক আটক

বগুড়ার কাহালুতে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ১১ বস্তা আটা কাহালু খাদ্য গুদাম হতে পাচারকালে স্থানীয় জনতা আব্দুস সোবহান( ৩৭) নামের এক অটো ভ্যান চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।গতকাল  মঙ্গলবার সকালে কাহালু খাদ্য গুদাম থেকে ১১ বস্তা আটা অটো ভ্যানে করে পাচারের সময় জনতা তাকে আটক করে। আব্দুস সোবহান কাহালু সদর ইউনিয়নের  আখুনজা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।আব্দুস সোবহান জানান, প্রতিদিনের ন্যায় সকালে অটো ভ্যানে যাত্রী নিয়ে কাহালু বাজারে আসি। এ সময় জনৈক ডিলার খাদ্যগুদাম থেকে ১১ বস্তা আটা তুলে দিয়ে সেগুলো বগুড়ায় নিয়ে যেতে বলে। আমি সেগুলো নিয়ে যাবার পথে স্থানীয় জনগণ আটক করে পুলিশে দেয় ।

এগুলো অবৈধ ভাবে পাচার করা হচ্ছে ভ্যান চালক জানেনা বলে জানায়।একাধিক সূত্রে জানা গেছে, খাদ্য বিভাগ কর্তৃক ২৪ টাকা কেজি দরে সুলভ মুল্যে বিক্রয়ের জন্য বরাদ্দের চাল, আটা খাদ্য নিয়ন্ত্রকের  মাধ্যমে প্রতিনিয়তিই পাচার করা হয়ে থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কোন প্রকার তদারকি চোখে পড়েনা।বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম তারান্না বেগম এর সাথে কথা বলা হলে তিনি জানান, আটা গুলো কোথায় থেকে এসেছে আমি জানিনা,আমার হিসেব কাগজে-কলমে ঠিক আছে।তাহলে কাহালু খাদ্য গুদাম থেকে কি ভাবে সরকারী চাল ভ্যানে করে পাচার হয় প্রশ্ন করা হলে তিনি তার কোন জবাব দিতে পারেনি।প্রকৃত পক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রকৃত অপরাধীদের ও নিজকে আড়াল করতে আসহায় দরিদ্র ভ্যানচালকের উপর দায় চাপাচ্ছেন। এ ব্যাপারে কাহালু থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।