শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত
“সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল বা অনলাইন সহিংসতা বন্ধ করতে সবাই বদ্ধ হই”— এই স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পুন্ডনগর সভাকক্ষে নেটস্ বাংলাদেশ ও পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন হোপ প্রকল্পের পরিচালক শামসুন নাহার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী।গণশুনানিতে জুড়ি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত ওসি একেএম লুৎফর রহমান, প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম ও অ্যাডভোকেট রুহুল আমিন বাবু। এ সময় সমাজের বিভিন্ন স্তরের নারী অংশগ্রহণকারীরা নিজেদের ভুক্তভোগিতার কথা তুলে ধরেন এবং জুড়ি বোর্ড তাদের সমস্যা সমাধানে করণীয় দিক নির্দেশনা প্রদান করেন।বক্তারা বলেন, নারীর প্রতি সম্মান ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুললে সহিংসতা প্রতিরোধ সহজ হবে। ডিজিটাল সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী-শিশুর অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর তারা গুরুত্ব আরোপ করেন।
