বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় দিনব্যাপী কোরআন খতম,দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার ও ছাগল বিতরণ করা অনুষ্ঠিত হয়েছে।বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের উদ্যোগে ১ ডিসেম্বর সোমবার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুল রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন,উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ,আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা কামনায় আমাদের এই সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
