Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ২ ডিসেম্বর ২০২৫

দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই ৩২তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীবিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,লিফলেট বিতরণ, আলোচনা সভা, কেক কর্তন ও রাফেল ড্র । এ উপলক্ষে গতকাল সোমবার (১ ডিসেম্বর)  সকালে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। পরে নয়ন হেরিটেজ পার্কে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি অসিম কুমারের সভাপতিত্বে ওসদস্য আজিজুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রউফ,উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নিসচা সদস্য সচিব তৌফিক আলম, বিশিষ্ট ব্যবসায়ী সদস্য মিজানুর রহমান,আম্মাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণকেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, মহিলা নেত্রী আসফিয়া হায়াত সিলভা সহনিরাপদ সড়ক চাই সকল সদস্যবৃন্দ।