ধুনটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলহাজ্ব জানে আলম খোকার দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ধুনট-শেরপুর এলাকার জনপ্রিয় বিএনপি নেতা, সাবেক উপদেষ্টা, বগুড়া জেলা বিএনপি,সাবেক আহবায়ক, শেরপুর উপজেলা বিএনপি এবং সাবেক মেয়র, আলহাজ্ব জানে আলম খোকার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর ) বাদ জোহর ধুনট উপজেলার প্রিয়াঙ্গন পার্কের প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।আলহাজ্ব জানে আলম খোকা বলেন, “আমাদের দেশনেত্রী , বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তাঁর রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসে।দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনাও করা হয়।উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে , বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
