Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে এনসিপি নেতা জাহাঙ্গীর আলমের আমরণ অনশন 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ২ ডিসেম্বর ২০২৫

শিবগঞ্জে এনসিপি নেতা জাহাঙ্গীর আলমের আমরণ অনশন 

শিবগঞ্জে এনসিপি নেতা জাহাঙ্গীর আলমের আমরণ অনশন 

বগুড়ার শিবগঞ্জে কৃষকদের ন্যায্য অধিকার ও সার সংকটকে কেন্দ্র করে এনসিপি নেতা জাহাঙ্গীর আলম আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার বিকেল থেকে তিনি উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অবস্থান নেন।অনশনস্থলে বক্তব্য দিতে গিয়ে এনসিপি’র শিবগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, “সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার ও কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের অমানবিক ভোগান্তিতে ফেলা হচ্ছে।

সরকারি বরাদ্দে অনিয়ম, বাইরের উপজেলার ডিলার নিয়োগের অপচেষ্টা এবং হিমাগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনায় কৃষক আজ দিশেহারা। কৃষকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমার এই অনশন চলবে।”তার অনশনকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন একনজর দেখতে অনশনস্থলে ভিড় করছেন। এনসিপি’র যুগ্ম-সমন্বয়কারী সাব্বির খানসহ এনসিপি ও ছাত্রশক্তির নেতারা উপস্থিত থেকে তাকে সংহতি জানান। স্থানীয় মহলে জাহাঙ্গীর আলমের এই কর্মসূচি কৃষকবান্ধব আন্দোলন হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।