Joy Jugantor | online newspaper

অর্থ আত্মসাতের অভিযোগ কঙ্গো ফুটবল প্রেসিডেন্টের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:০৬, ১১ জুলাই ২০২৫

অর্থ আত্মসাতের অভিযোগ কঙ্গো ফুটবল প্রেসিডেন্টের বিরুদ্ধে

অর্থ আত্মসাতের অভিযোগ কঙ্গো ফুটবল প্রেসিডেন্টের বিরুদ্ধে

মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র। ফিফা র‍্যাংকিংয়ে দলটির অবস্থান ৬১ নম্বরে। তবে এবার দেশটির ফুটবল ফেডারেশনের (ফেকোফুট) প্রেসিডেন্ট জিন ব্লেইস গাই মায়োলাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, ফিফা থেকে প্রাপ্ত অনুদানের অর্থ থেকে সবমিলিয়ে ১.৩ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন তিনি। যার মধ্যে ছিল জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ফিফা থেকে অনুদান পাওয়া ৮০ হাজার ডলার এবং ২০১৯ সালে করোনা মহামারী চলাকালীন সময়ে মহিলা দলের জন্য প্রাপ্ত ৫০ হাজার ডলার। যদিও তিনি এসব বিষয়কে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। তবে আট বছর পেরিয়ে গেলেও জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র এখনো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

এর আগে ২০১৮ সালে দেশটির ফুটবল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মায়োলাস। ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘদিন থেকে ফিফার নজরে ছিলেন তিনি। যার কারণে গেল মে মাসে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হওয়া ফিফার কংগ্রেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কঙ্গোর ফুটবল প্রেসিডেন্টকে। 

মায়োলাসের তহবিল আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে ফিফার তদন্ত কমিটির সদস্যরা মার্চে কঙ্গো সফর করেছিলেন। তবে এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফিফা।