Joy Jugantor | online newspaper

ম্যাচ হারের পর হতাশার কথা বললেন লিটন

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:০২, ১১ জুলাই ২০২৫

ম্যাচ হারের পর হতাশার কথা বললেন লিটন

ম্যাচ হারের পর হতাশার কথা বললেন লিটন

পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর শুরুটা ভালো হয়নি লিটন দাসের। তার নেতৃত্বে প্রথমবার খেলতে নেমেই শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে বেশ হতাশ হয়েছেন অধিনায়ক লিটন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন বলেন, ‘আমি মনে করি আগে ব্যাট করাটা ভালোই হয়েছে। উইকেট দুই দিকেই সাহায্য করেছে। কিছু বল নিচু হয়েছে। আমরা অনেক হতাশ। যেই ভালো ব্যাট করেছে, তারই চালিয়ে যাওয়া দরকার ছিল। আমার মনে হয়েছে এমন উইকেট রান ডিফেন্ড করাটা ভালো ব্যাপারই ছিল, আমাদের বোলিং সাইড ভালো।’ 

তবে বোলাররা ভালো করতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘তবে আমরা ভালো বল করতে পারিনি। এমন খারাপ দিন যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই আসতে পারে। (রিশাদ হোসেন) সে ভালো বল করেছে। এই উইকেটে যদি আপনি সঠিক জায়গায় বল করতে পারেন তাহলে ব্যাটারের জন্য এডজাস্ট করাটা কঠিন হয়ে যায়।’

পরে সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ মুশতাক ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়ে বলেন, ‘বিশ্বাস করতে হবে এবং স্মার্ট, আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না। চেষ্টা করে যেতে হবে ইতিবাচক ক্রিকেট খেলতে।’