Joy Jugantor | online newspaper

শিরোপা জিতিয়ে মোহামেডান ছাড়লেন দিয়াবাতে

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২১:০০, ১১ জুলাই ২০২৫

শিরোপা জিতিয়ে মোহামেডান ছাড়লেন দিয়াবাতে

শিরোপা জিতিয়ে মোহামেডান ছাড়লেন দিয়াবাতে

২৩ বছর পর প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানের অধিনায়ক সুলায়মান দিয়াবাতে আগামী মৌসুমে সাদা-কালো জার্সিতে খেলছেন না। তাকে ছেড়ে দিয়েছে মোহামেডান। মালির এই ফুটবলার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি আর মোহামেডানে খেলছেন না। গত ১৭ মে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়।

১ জুন মোহামেডান ক্লাব থেকে খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেওয়া হয়। এর পর খেলোয়াড়রা ছুটিতে চলে যান। ক্যাম্প বন্ধ হয়ে যান। সুলায়মান দিয়াবাতে বাড়ি গিয়ে আর ফেরেননি। ক্লাব সূত্রে জানা গেছে, তাকে পাওয়ার আশাও করছে না মোহামেডান। ৬ বছর মোহামেডানে খেলেছেন সুলায়মান কিন্তু মোহামেডানকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। এবার ছাড়তে বাধ্য হয়েছেন, কারণ দিয়াবাতে মনে করছেন তিনি যোগ্য পারিশ্রমিক পাচ্ছেন না। নতুন মৌসুমে খেলতে হলে তার পারিশ্রমিক বাড়াতে হবে।

যতদূর জানা গেছে তিনি ১৫ হাজার মার্কিন ডলার বেতন দাবি করেছেন। এতো টাকা দিয়ে দিয়াবাতেকে রাখতে পারছে না মোহামেডান। ৩৪ বছর বয়সী এই ফুটবলার গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, '৬ বছর মোহামেডানে কাটিয়েছি। এটা অনেক লম্ব সময়। এখন গুডবাই বলার সময় এসেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্য করেন।' এই দুই কথাই বলে দিচ্ছে সুলায়মান দিয়াবাতে মোহামেডানে আর নেই। 

মোহামেডান ক্লাব সূত্রের খবর হচ্ছে সুলায়মান দিয়াবাতে ১৫ হাজার ডলার চাইছেন। এটা দেওয়া সম্ভব না।' সুলায়মান না থাকলেও তার পজিশনে রহমতগঞ্জে খেলা ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাংকে দলে নিয়েছে মোহামেডান। আলোচনা চূড়ান্ত করেছে। মোহামেডানের ভাবনা হচ্ছে, দিয়াবাতে স্ট্রাইকার, স্যামুয়েল বোয়েটাংও স্ট্রাইকার। দুইজন একই পজিশনের ফুটবলার।

দিয়াবাতের উচ্চ পারিশ্রমিকের দাবি মেটাতে পারবে না, তবে তার জায়গা পূরণ করতে পারবেন স্যামুয়েল বোয়েটাং। কিন্তু পারিশ্রমিক দিয়াবাতের চেয়ে অর্ধেকেরও কম। সবকিছু বিচার করেই দিয়াবাতের না আসাটা মেনে রহমতগঞ্জে খেলা বোয়েটাংকে চুক্তি করার সিদ্ধান্ত মোহামেডানের।

বোয়েটাং প্রিমিয়ার লিগের গত মৌসুমে শীর্ষ গোলদাতা। ২১ গোল করেছেন, যার মধ্যে একটি ডাবল হ্যাটট্রিক রয়েছে। দিয়াবাতের বিদায় দেশের মোহামেডান সমর্থকদের একটু হলেও ব্যথিত করবে। যারা মোহামেডানের পোড় খাওয়া সমর্থক, তারা জানেন দিয়াবাতে মোহামেডানের জন্য কতোটা আগ্রহী ছিলেন। খুবই এক রোখা একটা মানুষ ছিলেন। কারো সঙ্গে কথার মিল না হলে তাকে এড়িয়ে যেতেন। প্রতিশ্রুতি রক্ষা করেন দিয়াবাতে।

মোহামেডানের কথা দিয়ে অন্য ক্লাবে খেলার চিন্তা করতেন না। অন্য ক্লাব থেকে বেশি টাকার অফার পেয়েও মোহামেডান ছাড়েননি। কিন্তু ক্লাব ফুটবলে ভালোবাসা সব সময় সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। বিশেষ করে বিদেশি ফুটবলাররা বাড়তি পারিশ্রমিক, নিয়মিত পারিশ্রমিক না পেলে তারা অনুশীলনের আগে বেঁকে বসেন। ঠিক তেমন করে পারিশ্রমিকের বেলায় হেরফের হলে সুলায়মান দিয়াবাতেও গোমড়া মুখ করে রাখতেন।

সবকিছু নিয়েই দিয়াবাতের প্রতি আগ্রহ ছিল মোহামেডানের। কিন্তু গত মৌসুমে পাওয়া পারিশ্রমিক সাড়ে ১২ হাজার ডলার থেকে এবার নতুন মৌসুমে আড়াই হাজার ডলার বেশি দাবি করেছিলেন দিয়াবাতে। কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ এতে রাজি না। বরং ২৭ বছর বয়সী বোয়েটাংকে নিয়ে যদি দিয়াবাতের কাজ চালানো যায় তাহলে ৫ হাজার ডলার পারিশ্রমিকে বোয়েটাংকে নেওয়া হলেও ক্ষতি নেই, দিয়াবাতে চলে গেলে।