ক্রিকেটারদের বিশ্রাম দরকার— বলছে বিসিবি
শ্রীলঙ্কা সফরে হতাশাজনক পারফরম্যান্স করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এখন টি-টোয়েন্টিতে লড়ছে টাইগাররা। কিন্তু এই ফরম্যাটে ভালো কিছু টিম টাইগার, এমনটি হলফ করে বলা যাচ্ছে না। দলের এমন বাজে পারফরম্যান্সের পেছনে খেলোয়াড়দের অতিরিক্ত চাপকেই কারণ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মিরপুরে বিসিবির জরুরি সভা শেষে এসব নিয়ে কথা বলেন বোর্ড পরিচালক মাহবুব আনাম।
ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাহবুব আনাম বলেছেন, 'ক্রিকেটারদের বিশ্রাম লাগবে, সবাই দেখেছেন আমাদের খেলোয়াড়রা কী পরিমাণ ক্রিকেট খেলছে। আগামী এক বছরে যে পরিমাণ ক্রিকেট আছে, আমার মনে হয় ক্রিকেটারদের বিশ্রাম দরকার।' বোর্ডের মতে, টানা খেলা খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলছে, যা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে। কিন্তু বাংলাদেশ থেকে অনেক দেশ অধিক ও টানা সিরিজ খেলেও ক্লান্ত হচ্ছে না। ফর্মে প্রভাব পড়ছে না। কেবল টাইগারদের বেলায় এমন অজুহাত কেন, তার উত্তর অজানা।
এই সভায় বিসিবির আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল বিপিএল। বাংলাদেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে বিসিবি এবার ভিন্ন রকম পরিকল্পনা নিচ্ছে। মাহবুব আনাম বলেছেন, 'আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাব। যার মধ্যে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, মার্কেটিং প্রক্রিয়া চলমান থাকবে।' তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় বিপিএলের সূচি নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেছেন, 'সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এমনকি ঈদের আগেই নির্বাচন হতে পারে। আমরা যত ডিসেম্বরের কাছে আসব, তার আগেই একটি পূর্ণাঙ্গ ধারণা পাবো।'
বিকল্প হিসেবে বিসিবি মে মাসের কথাও ভাবছে। তবে মে মাসেও বিপিএল আয়োজন করলে তা আইপিএল বা পিএসএলের মতো অন্যান্য বড় টি-টোয়েন্টি লিগের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মাহবুব আনামের ভাষায়, 'আমরা জানি, সংঘর্ষ হবে। তবু আমরা আমাদের পরিকল্পনায় এগিয়ে যাব।' তিনি আরও বলেছেন, 'প্রথমত আমাদের নিজস্ব অবস্থান গড়ে তুলতে হবে। আমাদের মেরুদণ্ড শক্ত হলে আইপিএল-পিএসএলের মানের দল তৈরি হবে। সেজন্যই আমরা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাচ্ছি।'
]বিপিএলের মানোন্নয়ন ও স্থানীয় ক্রিকেটারদের মূল্যায়নের জন্য বিসিবি এনসিএল টি-২০ আগে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই টুর্নামেন্ট থেকেই বাছাই করা হবে বিপিএলের ড্রাফটের জন্য ক্রিকেটারদের। মাহবুব আনাম জানিয়েছেন, 'অনেক সময় আমরা তালিকা দেখে ড্রাফট করি, এতে বিপিএলের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয় না। এনসিএল টি-২০ হতে পারে লোকাল ক্রিকেটারদের দল পাওয়ার মঞ্চ।' এদিকে সম্প্রচার ইস্যু নিয়েও বিপাকে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারের দায়িত্ব নিতে আগ্রহী কোনো চ্যানেল না পাওয়ায় শেষ পর্যন্ত বিটিভিতে দেখাতে হয়েছিল খেলা। এবার পাকিস্তান সিরিজ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।