Joy Jugantor | online newspaper

প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আসছে ২৪ জুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১০, ৭ জুন ২০২১

প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আসছে ২৪ জুন

উইন্ডোজ। ছবি : সংগৃহীত

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসছে আগামী ২৪ জুন।

সুনির্দিষ্টভাবে নাম জানা না গেলেও গতানুগতিকভাবে নতুন এই অপারেটিং সিস্টেমটির নাম ‘উইন্ডোজ ১১’ নামে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে, যার মাধ্যমে প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের খবর, ভার্চুয়াল এক আয়োজনের মাধ্যমে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হবে নতুন উইন্ডোজ। উপস্থিত থাকবেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যান।

জানা গেছে, নতুন উইন্ডোজের লোগোতে পরিবর্তন আসতে পারে। আর নাম ‘উইন্ডোজ ১১’ হবে কি না, সেটাও উদ্বোধনের দিন নিশ্চিত করে বলা যাবে।