Joy Jugantor | online newspaper

জামায়াতে যোগ দিলেন কওমির শীর্ষ আলেম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬

জামায়াতে যোগ দিলেন কওমির শীর্ষ আলেম

জামায়াতে যোগ দিলেন কওমির শীর্ষ আলেম

রাজধানীর একটি কওমি মাদরাসার শীর্ষ আলেম মুফতি আব্দুর রহমান রাহমানী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সংগঠনের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এ সময় মুফতি আব্দুর রহমান রাহমানীকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

 মুফতি আব্দুর রহমান রাহমানী বলেন, ‘আমি ইতিপূর্বে কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না। তবে দ্বীন কায়েমের জন্য এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে আদর্শিক আন্দোলনের সুযোগ আছে। কওমি মাদরাসা অঙ্গনের সংগঠনগুলো অনেকটা ভুঁইফোড় এবং বিষয়ভিত্তিক আন্দোলনের ওপর নির্ভরশীল, তাদের মধ্যে সাংগঠনিক ভিত্তি ও পারস্পরিক সহমর্মিতার অভাব রয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী একটি কাজের সমুদ্র, যেখানে হাদিসের ভাষ্য অনুযায়ী একে অপরের ব্যথায় ব্যথিত হওয়ার পরিবেশ বিদ্যমান।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ঢাকা শহরের ৩০টিরও বেশি কওমি মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব তার সরাসরি ছাত্র।’ ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তে কেউ কষ্ট পাবেন না। আমি আল্লাহর সন্তুষ্টি ও দ্বীন কায়েমের লক্ষ্যেই এই সংগঠনে যোগ দিয়েছি। আপনারাও চাইলে ইসলামের খেদমতে এখানে সম্পৃক্ত হতে পারেন।এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং মুফতি নুরুজ্জামান নোমানীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।