Joy Jugantor | online newspaper

এম.পি পদের বেতন ভাতা জনগণকে বিলিয়ে দিব-সংখ্যালঘুরা

এম.পি পদের বেতন ভাতা জনগণকে বিলিয়ে দিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ৩১ জানুয়ারি ২০২৬

এম.পি পদের বেতন ভাতা জনগণকে বিলিয়ে দিব

নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি)বিকেল ৪টায় উমার ইউনিয়ন জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বেজনসভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জি. এনামুল হক বলেন, এমপি নির্বাচিত হলে বেতন-ভাতার জনগণতে বিলিয়ে দিব, সংখ্যালঘুরা বসবাস করবে শান্তিপূর্ণভাবে, থাকবে জামাই আদরে,আওয়ামীলীগের নিরপরাধ ভাইদের আমরা নিরাপত্তা দিব, সীমান্ত এলাকায় মাদক চিরতরে দুর করবো।

তিনি আরও বলেন, আমরা জনগণতে কোন ভাওতাবাজি প্রতিশ্রতি দিব না, ওয়াদা করছি, ছোট শিশু ও বয়স্কদের চিকিৎসার ভার আমরানেব। ’জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেককেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ.স.ম. মামুন শাহীন, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব, খেলাফত মজলিসের জেলা সভাপতি কৃষিবিদ আব্দুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি হাফেজ মোঃ রেজোয়ান প্রমুখ।