Joy Jugantor | online newspaper

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে বহুল প্রত্যাশিত

নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করুন -তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করুন -তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ বহু বছর পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। মহান আল্লাহর কাছে এজন্য হাজার লাখো কোটি শুকরিয়া। প্রিয় শেরপুর এবং ধুনটবাসী। আগামী ১২ তারিখে দেশে বহুল প্রত্যাশিত নির্বাচন। বরাবর প্রত্যেকটি নির্বাচনে ধুনট এবং শেরপুরবাসী বিএনপিকে ধানের শীষকে জয়যুক্ত করেছেন। অতীতে যতবার ধানের শীষ জয়যুক্ত হয়েছে প্রত্যেকবার বিএনপি চেষ্টা করেছে ধুনট এবং শেরপুরবাসীর সার্বিক উন্নয়ন সাধণের জন্য। এলাকার উন্নয়ন সাধনের জন্য। আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই।

আপনাদের সকলের কাছে এলাকার সন্তান হিসাবে আমার বিনীত অনুরোধ থাকবে। ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ তথা ধানের শীষের প্রার্থী গোলাম মোঃ সিরাজকে আমরা জয়যুক্ত করবো। সকলে ভালো থাকবেন। নির্বাচনের পরে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে।  বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে শনিবার (৩১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি  বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মোঃ সিরাজের জন্য ভোট চান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল প্রমুখ।

পথসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।এরআগে এদিন বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের পথসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।এসময় বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান তারেক রহমান বলছি।

বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। এর আগে যখন আসতাম তখন এলাকা ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম। কাজ দেখতাম। আপনাদের এই এলাকার উন্নয়নসহ মানুষের দুঃখ-কষ্ট দেখভালের জন্য আমি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটনকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা ধানের শীষে ইনশাল্লাহ ১২ তারিখে মিলটনকে জয়যুক্ত করবেন। মিলটনের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাল্লাহ করব।তারেক রহমান আরও বলেন, আজকে আমাকে ছেড়ে দেন। আমি তো ঘরের ছেলে। ইনশাল্লাহ আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশের জন্য কাজ করতে পারি।

শাজাহানপুরে এই পথসভায় তারেক রহমানের উপস্থিতি ও বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। বক্তব্যে তারেক রহমান শাজাহানপুরসহ বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এদিন বেলা ১১টায় বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যে তিনি বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের উপর দিলাম। এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন। অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রথম বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে এসেছি। বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শুধু ভোট চাইলেই হবে না। আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।তিনি আরও বলেন, এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।