সারিয়াকান্দি উপজেলা সাইবার দলের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী)সকালে পৌর সরকার পাড়া অনুষ্ঠিত নির্বাচনী আলোচনা সভায় উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনুর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি সুমন ইসলাম রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জেমস, বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ, সদর ইউনিয়ন সাইবার দলের সভাপতি আসাদুজ্জামান রনজু, ফুলবাড়ী ইউনিয়ন সাইবার দলের সভাপতি জুয়েল রহমান, ভেলাবাড়ী ইউনিয়ন সাইবার দলের সভাপতি হাসানুর রহমান।
কাজলা ইউনিয়ন সাইবার দলের সভাপতি আবুল হামিদ, কুতুবপুর ইউনিয়ন সাইবার দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নারচী ইউনিয়ন সাইবার দলের সভাপতি রাসেলুৎজ্জামান, বোহাইল ইউনিয়ন সাইবার দলের সভাপতি জুয়েল রহমান, সদর ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক রাশেদ মন্ডল, ফুলবাড়ী ইউনিয়ন সাইবার দলের সাধারণ মিজানুর রহমান মিজান, ভেলাবাড়ী ইউনিয়ন সাইবার দলের সাধারণ এম তাজুল ইসলাম, কাজলা ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কুতুবপুর ইউনিয়ন সাইবার দলের সাধারণ রুমন আহমেদ জুয়েল, কর্ণিবাড়ী ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ, নারচী ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বেলাল প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন সাইবার দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
