Joy Jugantor | online newspaper

সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৮, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৯, ২৮ জানুয়ারি ২০২৬

সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের

সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের

যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি অব্যাহত রাখে, তাহলে কোনো ধরনের আলোচনায় রাজি হবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ না করায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি মার্কিন নৌবহর অবস্থান করছে। পাশাপাশি সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরান গোপন কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বাধীন যুদ্ধবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তবে নিরাপত্তাজনিত কারণে নৌবহরটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে কিংবা দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, সামরিক হুমকির মাধ্যমে কূটনীতি চালানো কার্যকর বা ফলপ্রসূ হতে পারে না।রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যদি তারা সত্যিই আলোচনা চায়, তাহলে হুমকি, অতিরিক্ত দাবি এবং অযৌক্তিক শর্ত আরোপ বন্ধ করতে হবে।’তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং ইরানও নতুন করে আলোচনা শুরুর কোনো উদ্যোগ নেয়নি।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপের পর ইরান যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে কথা বলেন।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান করছে।এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আলাদাভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন মধ্যপ্রাচ্য দূতের সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি উত্তেজনা প্রশমনের পাশাপাশি সংলাপ পুনরায় শুরু করার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান।