মহাস্থান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বগুড়ার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বিশেষ কাজে উপস্থিত না হওয়ায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম এর সভাপতিত্বে, বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল মাঠে মনোমুগ্ধকর প্যান্ডেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অতিথিদের আসন গ্রহণের পর শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে তাঁদের বরণ করে নেন। এসময় প্রধান শিক্ষক স্বাগত বক্তব্যে বলেন, আমাদের মহাস্থান হাইস্কুল থেকে অনেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। যারা এখন এই স্কুলে অধ্যয়নরত তারাও চেষ্টা করবে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। আমরা শিক্ষকরা সবাই তোমাদের সকল ধরনের সহযোগিতা করব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নম্রতা, আদব-কায়দা ও ভদ্রতা শিখতে হবে। সম্মান দিতে জানতে হবে, আবার সম্মান নিতে জানতে হবে। শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে আয়া, সহায়িকা, সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “তোমরা সবসময় সাহস রাখবে, বড় স্বপ্ন দেখবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। বাজে কাজে জড়াবে না, অযথা সামাজিক যোগাযোগমাধ্যমে বিপথগামী বন্ধুত্বে জড়াবে না। তা না হলে স্বপ্ন আর পূরণ হবে না।” "এখন কিন্তু টাকা পয়সা, মামু- খালু দিয়ে চাকরি হবে না। "চাকরি পেতে হলে মেধাবী হতে হবে ভাল রেজাল্ট নিয়ে কৃতকার্য হতে হবে"। পরে নবীনদের বরণ, ক্রীড়া প্রতিযোগিতাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও স্বপ্নমুখী জীবনের পথে এগিয়ে নিতে এক অনন্য ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাস্থান মাজার মসজিদের যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সদস্য মিনহাজ্ব উদ্দিন, ফরহাদ হোসেন, আছালত জামান, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, চন্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিনুর ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষকসুফি আলম, শহিদুল ইসলাম, মেহেরুল ইসলাম, খাইরুল ইসলাম, হাবিবুর রহমান, সুমন কুমার পাল, সোহেলী পারভীন, আয়েশা সিদ্দীকা, সিরাজুল জান্নাত জুয়েল, ফেরদৌস আলম, আবু হাসান, বিপ্লব সরকার, অফিস সহকারী লিখন, জাহিদুল ইসলাম, সহ সকল শিক্ষক মন্ডলী।
