Joy Jugantor | online newspaper

গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগন্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ২৯ জানুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমএবং সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক দু’টি ভেনুতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন ওজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনু্িধসঢ়;ষ্ঠত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক।উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) নির্বাচনী এলাকার১শ’৪৯ জন প্রিজাইডিং, ৯শ’২১ জন সহকারী প্রিজাইডিং এবং ১ হাজার৮শ’৫২ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।