Joy Jugantor | online newspaper

শিবগঞ্জের বিহারহাটে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ২৯ জানুয়ারি ২০২৬

শিবগঞ্জের বিহারহাটে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবগঞ্জের বিহারহাটে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বিহার বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ব্যাপক গণসংযোগ করেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। গণসংযোগকালে তিনি বাজার, দোকানপাট ও বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, "দীর্ঘদিন ধরে মানুষ ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব থেকে বঞ্চিত।

দাঁড়িপাল্লা মার্কা ইনসাফ ও নৈতিকতার প্রতীক। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে শিবগঞ্জকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।"এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক রাসেল আহমেদ, বিহার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সামছুল হক, শিবগঞ্জ পৌরসভার সভাপতি মাসুদ কাজীসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।