পাঁচবিবিতে সরকারী রাস্তার গাছ কেটে বিক্রি করলেন এনামুল হক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কচুরলতিহাটি মোড় হতে পাটাবুকা আখড়া ঘাট পর্যন্ত সরকারী রাস্তার তিনটি গাছ অবৈধ ভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে পঁশ্চিম বালিঘাটা গ্রামের এনামুল হক বাবুর বিরুদ্ধে । এনামুলঐ গ্রামের মৃত এরফান আলী প্রামানিকের পুত্র।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গাছগুলো কাটার সময় স্থানীয় জনতা বাধা দিলে গাছ কাটা বন্ধ করেন তিনি।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ রাস্তার লাগানো বিশাল বড় কদম ওইউক্যালিপটাস গাছ গোপনে এক ব্যক্তির নিকট ১২ হাজারটাকায় বিক্রি করে দেন। সকালে গাছগুলো কর্তন করলে স্থানীয়লোকজন তা বাধা প্রদান করেন। পরে উপজেলা বন বিভাগের কর্মকতা গাছগুলো জব্দ করেন।
পাটাবুকা গ্রামের নুর জাহিরুল ইসলাম জানান, তিনি সহমোখলেছার নামের একজন ব্যক্তি রাস্তায় গাছ তিনটি রোপন করেন এবং কোন সময় রাস্তার চলাচলের কারনে গাছ কর্তনের প্রয়োজন হলে তা বিক্রি করে স্থানীয় ঈদগাহ মাঠে দেওয়ার কথা ছিল। কিন্তুু সকালে দেখি এনামুল হক বাবু গাছগুলো তাদের সমিতির বলে বিক্রি করেছে।সমিতির সদস্য এনামুল হক বাবু বলেন, আখড়া ঘাটের ব্রীজের নির্মাণ কাজের জন্য রাস্তায় সমস্যা হওয়াই ঠিকাদারের অনুরোধের কারণে সমিতির রেজুলেশন করে গাছ বিক্রি করার সিদ্ধান্ত হয়। তবে আমি সমিতির সভাপতি নই, একজন সদস্য মাত্র।ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন,আমরা ব্রীজ করবো নদীতে। সেখানে সরকারী রাস্তার গাছের সাথেআমাদের কোন সম্পর্কই নেই। আর গাছ কাটার কথা বলার কোন প্রশ্নই ওঠে না।
