Joy Jugantor | online newspaper

সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে নির্বাচন কমিশন: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬

সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে নির্বাচন কমিশন: ইসি সচিব

সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে নির্বাচন কমিশন: ইসি সচিব

আগামী রবিবারের মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা।আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া কেমন হবে—এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা তো করেছেন।

তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের নতুন করে আর আবেদন করার দরকার নেই। পদ্ধতি কীভাবে হবে, তা নির্ধারণ করতে একটু সময় লাগবে।'তিনি আরও বলেন, 'সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আপনাদের যে বৈঠক হয়েছে, সেখানে আপনারা নিবন্ধনসংক্রান্ত যে দাবি জানিয়েছেন, আমরা সেই দাবির প্রতি সমর্থন জানাচ্ছি। অতীতে যেভাবে আপনারা সুবিধা পেতেন, সেভাবেই তা পাবেন।'এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় ইসি।তবে এই প্রক্রিয়াটি 'ইউজার ফ্রেন্ডলি নয়' উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।এদিকে, আগামী রবিবারের মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতাসহ অন্যান্য সাংবাদিক নেতা।বৈঠকে সাংবাদিক নেতারা জানান, আগে নির্বাচন কমিশন সচিবালয় বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যেত। এতে তাৎক্ষণিক যাচাই, ভুল সংশোধন এবং সমস্যা সমাধান সম্ভব হতো।জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সময়সংবেদনশীল কার্যক্রমে নতুন অনলাইন পদ্ধতি চাপিয়ে না দিয়ে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে বলেও মত দেন সাংবাদিকরা।