Joy Jugantor | online newspaper

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ জানুয়ারি ২০২৬

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকায় বুধবার (২৮ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবক মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে চলে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।