Joy Jugantor | online newspaper

হেঁশেলে মাছের গন্ধ? দুর করুন সহজেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২১

হেঁশেলে মাছের গন্ধ? দুর করুন সহজেই

ছবি : সংগৃহীত

মাছে ভাতে বাঙালির হেঁশেলে রোজ মাছের আনাগোনা লেগেই থাকে। ফলশ্রুতিতে কাটা-বাছা, রাঁধাবাড়া শেষে মাছের আঁশটে গন্ধের যন্ত্রণা পোহাতে হয় কমবেশি সব পরিবারেই। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেনে নিন সহজ কিছু টোটকা।

মাছের গন্ধ এড়াতে নিন আলুর সহায়তা। দুটো আলু কেটে লবণ মেখে কাঁচা মাছের পাত্রে রেখে দিন ঘন্টাখানেক। এতে করে গাছের গন্ধ কমে যাবে অনেকটাই।
লেবু ও কমিয়ে দেয় মাছের আঁশটে গন্ধ। রান্নাবান্না শেষ করে। লেবু অর্ধেক কেটে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। রান্নাঘর থেকে কমে যাবে মেছো গন্ধ।
দুধ ও কিন্তু কমিয়ে দেয় আঁশটে গন্ধ। অবাক হচ্ছেন? দুধের প্রোটিন মাছের গন্ধ শুষে নিতে পারে। তাই রান্নার আগে মাছগুলো কিছুটা দুধ দিয়ে ধুয়ে নিতে পারেন। হাস্যকর শোনালেও কাজে দেবে।
ভিনেগার মিশ্রিত পানিতে কাঁচা মাছ ধুয়ে নিন। এটি কাঁচা মাছের গন্ধ কমাতে বিশেষ কার্যকর। রান্নাঘর থাকবে একদম ফ্রেশ।
সবথেকে সহজ উপায় হচ্ছে মাছ রান্নার পরপরই সুগন্ধি কিছু তৈরি করুন। এতে করেও কমে যাবে মেছো গন্ধ। তেমন কিছু তৈরি করার না থাকলে এক কাপ কফি তৈরি করে খেয়ে নিন। যেমন ফ্রেশ থাকবে আপনার রান্নাঘরের হাওয়া তেমন মনটাও।