Joy Jugantor | online newspaper

পর্দায় আসছে ‘চোখ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩১, ২২ সেপ্টেম্বর ২০২১

পর্দায় আসছে ‘চোখ’

ছবি : সংগৃহীত

হরর রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ‘চোখ’। গত ৬ জুন নিরব-বুবলীর জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘চোখ’ মুক্তির অনুমতি পায় ২ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। আসছে ১ অক্টোবর মুক্তি পাবে ‘চোখ’।

সিনেমাটিতে নিরব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জিয়াউল রোশান, জাহিদ ইসলাম প্রমুখ।

‘চোখ’ তৈরি হয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সেলিম খান। চলতি বছর শুরুর দিকে এ সিনেমার চিত্রায়ণ শুরু হয়েছিল। টানা কাজ করে শেষ হয় এর দৃশ্যধারণ।

শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায় বলেন, সিনেমাটি অনেক আগেই ছাড়পত্র পেয়েছে। তবে বাবার করোনার কারণে এতদিন জানানো হয়নি। সবচেয়ে ভালো লাগছে আনকার্ট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটি পরিচালক আসিফ ইকবাল জুয়েল প্রথম সিনেমা। আশাকরি চমৎকার গল্পের ছবিটি ভিন্ন আঙ্গিকে সবাই উপভোগ করতে পারবেন।’

এর আগে, নিরব-বুবলী জুটি হয়ে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এ সিনেমার মাধ্যম প্রথমবার নায়ক বদল করেন বুবলী।