Joy Jugantor | online newspaper

সান্তাহারে হরিনাম সংকীর্তন মেলা ও ভোগ মহোৎসব 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৫৫, ১৪ মে ২০২২

সান্তাহারে হরিনাম সংকীর্তন মেলা ও ভোগ মহোৎসব 

সান্তাহারে হরিনাম সংকীর্তন মেলা ও ভোগ মহোৎসব  অনুষ্ঠিত হয়।

বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বগুড়ার আদমদীঘির সান্তাহারে অনুষ্ঠিত হলো মহাপ্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে সার্বজনীন মন্দিরে হরিনাম সংকীর্তন মেলা, শ্রী শ্রী মহাপ্রভু ও ১৬৪ মহন্তের ভোগ মহোৎসব করা হয়। 

হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণীর কয়েক হাজার নারী-পুরুষ এই উৎসবে অংশ নেন।

এদিন দুপুরে কীর্তন অনুষ্ঠান শেষে মন্দির চত্বরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, কাউন্সিলর আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশিত দেবনাথ বাপ্পা, সান্তাহার রেলওয়ে সার্বজনীন মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক উত্তম কুমার ঘোষ, কমিটির উপদেষ্টা বঙ্কিম কুন্ডু, লসমি প্রসাদ, বিকাশ চন্দ্র প্রামানিক, রামু কুন্ডু, আওয়ামী লীগ নেতা তাপস সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমুখ।