Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় স্মরণ সভা ও দোয়া মাহফিল

সাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫৯, ১৩ জুলাই ২০২৫

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় স্মরণ সভা ও দোয়া মাহফিল

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় স্মরণ সভা ও দোয়া মাহফিল

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনের আকস্মিক মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ জুলাই) বাদ যোহর বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান বিদ্যুৎ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রাং-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বেলাল হোসেন, নগর আজিরন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুল ইসলাম।

এছাড়া বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, নূরুল আজাদ, মোশাররফ হোসেন, আব্দুস ছালাম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও স্কাউট সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সহকারী শিক্ষক আফছার আলী, লোকমান আলী, , মাইনুল সরকারসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা মরহুম মো. জাহাঙ্গীর হোসেনের ধর্মীয়  শিক্ষাদানের ভূমিকা, সততা, বিনয় ও দায়িত্বশীলতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরিশেষে সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস ছালাম দোয়া পরিচালনা করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।