দৈনিক ইনকিলাবে নিয়োগ পেলেন ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
প্রথম সারির জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার ধুনট উপজেলা সংবাদদাতা হিসাবে নিয়োগপত্র পেলেন ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন।গত ২৫ ডিসেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দীন এর স্বাক্ষরিত পত্রে বগুড়া জেলার ব্যুরো চীফ মহসিন রাজুর মাধ্যমে উক্ত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন।
এর আগে গত বছরের ২২ জুলাই পত্রিকাটির কার্যালয় ইনকিলাব ভবনে ইন্টারভিউ নেওয়া হয়।ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন এছাড়াও দৈনিক আলোকিত সকাল, বদ্বীপ বাংলাদেশ, নিউজ ২৪ ঘন্টা৷ পত্রিকায় কর্মরত রয়েছেন। তাছাড়া তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছেন।২৫ ডিসেম্বর দেশের সুনামধন্য জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় নিয়োগপত্র পেয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন সাংবাদিক আনোয়ার হোসেন ।
