Joy Jugantor | online newspaper

তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫২, ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে: ফখরুল

তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে। গতকালের রাজসিক প্রত্যাবর্তন সেই পরিবর্তনেরই বার্তা বহন করছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, ‘২০০৬ সালের পর দীর্ঘ বছর পর দেশে ফিরলেন আমাদের তরুণ ও সম্ভাবনাময় নেতা তারেক রহমান।

বিশ্ব গণমাধ্যম যাকে বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম প্রতীক হিসেবে দেখছে। তার প্রত্যাবর্তন ছিল সত্যিই ঐতিহাসিক। লক্ষ মানুষের উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসা তাকে ঘিরে স্পষ্ট করেছে, তিনি জনগণের হৃদয়ের নেতা।’তিনি আরও যোগ করেন, রাজনৈতিক ইতিহাসে এমন স্বতঃস্ফূর্ত গণসমর্থন বিরল। তারেক রহমানের আগমন দেশজুড়ে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে, রাজনৈতিক পরিস্থিতিতে এনেছে ইতিবাচক বদলের স্রোত।মাজার এলাকায় সকালে থেকেই ছিল নেতাকর্মীদের ঢল। ব্যানার-পোস্টার, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিএনপি নেতাদের ভাষ্য, তারেক রহমানের উপস্থিতিতে নির্বাচন ঘিরে তৈরি ধোঁয়াশা কেটে গিয়ে রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।