Joy Jugantor | online newspaper

কোটি টাকার ইয়াবা উদ্ধারসহ

মাদককারবারীকে গ্রেপ্তার করলো বগুড়ার হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২৫ ডিসেম্বর ২০২৫

মাদককারবারীকে গ্রেপ্তার করলো বগুড়ার হাইওয়ে পুলিশ

কোটি টাকার ইয়াবা উদ্ধারসহ মাদককারবারীকে গ্রেপ্তার করলো বগুড়ার হাইওয়ে পুলিশ

বগুড়ার হাইওয়ে পুলিশের অভিযানে হাইওয়ে পুলিশের অভিযানে হাইওয়ে পুলিশের অভিযানে ত্রিশ হাজার পিস (নেশা জাতীয় মাদক) ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামিম (৩০) নামের এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রামে এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার-মোঃ শামিম পাবনা জেলার সাথিয়া উপজেলার খালইভরা গ্রামের মোঃ খুরশেদ আলমের ছেলে। বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটানার সাথে জড়িত মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।