Joy Jugantor | online newspaper

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫০, ২৬ ডিসেম্বর ২০২৫

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের ব্যর্থতা ঝেড়ে ফেলে দুর্দান্ত জয় দিয়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস শুরু করল আলজেরিয়া। বুধবার মরক্কোর রাবাতে মৌউলে হাসান স্টেডিয়ামে অনুষ্ঠিত থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। এ দিন গ্রুপ 'ই'-এর ম্যাচে সুদানের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে তারা। দলের জয়ে জোড়া গোল করে সামনে ম্যাচের অন্যতম বড় আকর্ষণ ছিল গ্যালারিতে উপস্থিত ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।

এই ম্যাচে আলজেরিয়ার গোলপোস্ট সামলেছেন তার ছেলে লুকা জিদান। ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা ২৭ বছর বয়সী লুকা শেষ পর্যন্ত বড়দেরজাতীয় দল হিসেবে দাদার দেশকেই বেছে নিয়েছেন।গত অক্টোবরে উগান্ডার বিপক্ষে অভিষেক হওয়া লুকার এটি ছিল জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ। আলজেরিয়ার নিয়মিত গোলকিপার ওউকিদজা চোট পাওয়ায় এই ম্যাচে সুযোগ পান স্পেনের ক্লাব গ্রানাডায় খেলা এই ফুটবলার। ক্লাব ফুটবলে 'লুকা' নামে খেললেও জাতীয় দলে তিনি 'জিদান' নামসংবলিত জার্সি পরে মাঠে নামেন। যা তার আলজেরীয় বংশোদ্ভূত দাদার প্রতি সম্মান প্রদর্শনের অংশ। সুদানকে বেশ কয়েকটি সুযোগ থেকে বঞ্চিত করে নিজের দক্ষতার প্রমাণ দেন লুকা। এই জয়ে গ্রুপ 'ই'-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ২০১৯-এর চ্যাম্পিয়নরা।