Joy Jugantor | online newspaper

চোখ উপড়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ০৭:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২১

চোখ উপড়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের সময় এক বৃদ্ধকে চোখ উপড়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ৭৫ বছর বয়সী মিলন সরদার ওই গ্রামেরই বাসিন্দা। ওই সংঘর্ষে আহত হয়েছেন দুই দলের অন্তত ১০ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গৌরনগর গ্রামের আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে অনেক দিন ধরেই নানা ইস্যুতে বিরোধ চলছিল। আগেও তাদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে, এতে প্রাণহানিও হয়।

তারা জানান, চার দিন আগে গৌরনগর গ্রামের সরকার গোষ্ঠীর লোকজন আজইরা গোষ্ঠীর লোকজনদের মারধর করে। এর প্রতিশোধ নিতে সোমবার রাতে গ্রামের একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে সরকার গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায় আজইরা গোষ্ঠী। তখন দুপক্ষই সংঘর্ষে জড়ায়। সে সময় প্রতিপক্ষরা সরকার গোষ্ঠীর মিলনের চোখ উপড়ে জিহ্বা কেটে ফেলে। তখনই তার মৃত্যু হয়।

পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ওই এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।