নামাজরত ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দিলো ইসরায়েলি সেনা
ফিলিস্তিনের পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক ইসরায়েলি সৈন্য। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাকে চাপা দেওয়ার ঘটনার একটি ফুটেজ পাওয়া গেছে।হামলার পর ফিলিস্তিনি ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য যান। তবে তিনি অক্ষত ছিলেন এবং এখন বাড়িতে আছেন।ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে।
এ সময় রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির ওপর 'অফ-রোড' গাড়িটি উঠিয়ে দেওয়া হয়।রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিটি একজন রিজার্ভ সৈন্য। তার সামরিক চাকরি বরখাস্ত করা হয়েছে। তার অস্ত্র জব্দ করা হয়েছে।ইসরায়েলি গণমাধ্যম বলছেন, ঘটনার পর ওই সৈন্যকে 'গৃহবন্দী' রাখা হচ্ছে। ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।জাতিসংঘের তথ্য অনুসারে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে এই বছর কয়েকগুণ বেড়ে গেছে। ২০২৩ থেকে ১৭ অক্টোবর থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
