Joy Jugantor | online newspaper

ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত

বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৫

বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান হামলা

ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান

ইয়েমেনের পূর্ব হাদরামাউত গভর্নরেটে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউথ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী।শুক্রবার (২৬ ডিসেম্বর) ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত মিডিয়া এআইসি ব্রডকাস্টারকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ওয়াদি নাহব এলাকায় এসটিসি বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।প্রতিবেদন অনুসারে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরব বা বিচ্ছিন্নতাবাদীরা এখনো এই ঘটনাবলী সম্পর্কে কোনো মন্তব্য করেনি।এর আগে গত ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির চেয়ারপারসন আইদারুস ইয়েমেনের আল-জুবাইদি হাদরামাউত এবং আল মাহরাহ গভর্নরেটের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন।তিনি ঘোষণা করেন, পরবর্তী পর্যায়ের পরিকল্পনার মধ্যে রয়েছে- দক্ষিণ ইয়েমেনে ভবিষ্যতের রাষ্ট্র প্রতিষ্ঠা করা।গতকাল বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডকে 'অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি' বলে নিন্দা করে এবং এসটিসিকে দুটি অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানায়।এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুস্তফা আহমেদ নোমান সতর্ক করে দিয়েছিলেন, পরিস্থিতি আরও খারাপ হলে সৌদি আরব কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে।