ইউরোপীয় ইউনিয়নের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
প্রযুক্তিগত নতুন নিয়মের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন প্রাক্তন কমিশনার এবং আরও চারজনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই সিদ্ধানের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।এসব ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, 'এই চরমপন্থী কর্মী ও অস্ত্রধারী এনজিওগুলো বিদেশি রাষ্ট্রগুলোর মাধ্যমে চাপ বাড়িয়েছে।
প্রতিটি ক্ষেত্রেই তারা আমেরিকান ভাষাভাষী ও আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।'এই পদক্ষেপটি ইউরোপীয় কমিশনের প্রাক্তন শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটনরে বিরুদ্ধে নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রেটনকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বর্ণনা করেছে।এই আইনের মাধ্যমে ইউরোপজুড়ে পরিচালিত প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে কঠোর নিয়ন্ত্রণ এবং অন্যান্য শর্ত আরোপ করা হয়েছে- যা বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এটিকে ইউরোপ ও এর বাইরে ডানপন্থী মতাদর্শের বিরুদ্ধে কঠোর সেন্সরশিপের একটি হাতিয়ার হিসেবে দেখছে।
