Joy Jugantor | online newspaper

কম্বোডিয়ার সীমান্তে বিষ্ণুর বিশাল

মূর্তি ভেঙে দিলো থাইল্যান্ড: রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৫

মূর্তি ভেঙে দিলো থাইল্যান্ড: রিপোর্ট

কম্বোডিয়ার সীমান্তে বিষ্ণুর বিশাল মূর্তি ভেঙে দিলো থাইল্যান্ড: রিপোর্ট

থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘর্ষের মাঝে বিতর্কিত সীমান্ত এলাকায় বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কম্বোডিয়ার একটি পাহাড়ের ওপরে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 'প্রিয়াহ ভিহিয়ার'-এর একজন মুখপাত্র লিম চানপানহা মূর্তি ভাঙার কথা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, মূর্তিটি কম্বোডিয়ার ভূখণ্ডের ভেতরে আন সেস এলাকায় অবস্থিত। ২০১৪ সালে নির্মিত বিষ্ণু মূর্তিটি থাইল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। গত সোমবার এটি ভেঙে ফেলা হয়েছে।চানপানহা বলেন, 'বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজা করা প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের নিন্দা জানাই।'এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থাই কর্তৃপক্ষ এখনো এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ধ্বংসের ভিডিও ভাইরালব্যাকহো লোডার ব্যবহার করে মূর্তি ভাঙার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এএফপি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার কোনো লক্ষণ দেখা যায়নি।ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাসের একজন গণমাধ্যম প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে নয়াদিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।এদিকে সংঘাতের সর্বশেষ তথ্য অনুসারে, দুই প্রতিবেশীর সামরিক কর্মকর্তারা যুদ্ধবিরতি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা শুরু করেছেন।থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি বলেছেন, আজ বুধবার (২৪ ডিসেম্বর) জেনারেল বর্ডার কমিটির বৈঠক শুরু হবে, যা তিন দিন স্থায়ী হবে। এটি একটি চুক্তির পথ প্রশস্ত করতে পারে।গত ১৬ দিনের ভয়াবহ সীমান্ত সংঘর্ষে ইতোমধ্যে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে।