Joy Jugantor | online newspaper

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

তাইওয়ানে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে এই ভূমকম্প অনুভূত হয়।দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টি এবং এর গভীরতা ছিলো ১১.৯ কিলোমিটার গভীরে।স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের তীব্রতা তাইতুংয়ের বেইনান টাউনশিপে সবচেয়ে বেশি ছিল। তাইতুংয়ের পাশাপাশি হুয়ালিয়েন এবং পিংতুং কাউন্টিতে মাত্রা ছিল ৪। এছাড়া কাওশিউং, তাইনান, চিয়াই শহর এবং নানতো, চিয়াই, ইউনলিন এবং চাংহুয়া কাউন্টিতে ৩ মাত্রায় কম্পন অনুভূত হয়।