Joy Jugantor | online newspaper

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ২৪ ডিসেম্বর ২০২৫

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩

দক্ষিণ মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং চিকিৎসা ও বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন। রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সেখানে একটি বিস্ফোরণ ঘটে।

এই ঘটনাটি ঘটেছে সেই স্থানের কাছেই, যেখানে গত সোমবার একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভকে হত্যা করা হয়। তার পার্ক করা গাড়ির নিচে বিস্ফোরকটি রাখা হয়েছিল। ফানিল সারভারভ রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের দখলকৃত এলাকায় রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে।এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করলেও সোমবারের এই ঘটনার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি।