Joy Jugantor | online newspaper

আরশের সঙ্গে রোমান্টিক ছবি প্রসঙ্গে কী বললেন সুনেরাহ?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৫

আরশের সঙ্গে রোমান্টিক ছবি প্রসঙ্গে কী বললেন সুনেরাহ?

আরশের সঙ্গে রোমান্টিক ছবি প্রসঙ্গে কী বললেন সুনেরাহ?

দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক নাটকগুলোতে ইদানিং তারা জায়গা করে নিয়েছে। আরশ-সুনেরাহ জুটিকে পছন্দ করছেন ভক্তরাও। সম্প্রতি এই জুটির রোমান্টিক একটি ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকে প্রশংসা আর সমালোচনা তাদের ঝুলিতে ভর করেছে।সুনেরাহ নিজেই তার ফেসবুকে শেয়ার করেন ছবিটি। এটা দেখে ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ অভিনন্দন জানান, কেউ শুভকামনা প্রকাশ করেন, আবার কেউ কেউ লেখেন—‘নাটকের দৃশ্য’।

একটি ছবি ঘিরেই শুরু হয় নানা ব্যাখ্যা ও গুঞ্জন। বিষয়টি নিয়ে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন সুনেরাহ নিজেই। তিনি বলেন, “ছবিটা আমি হঠাৎই পোস্ট করেছি। কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।”পরে পুরো বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, “বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই আমার সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবিটি তোলা হয়েছিল।ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ফেসবুকে পোস্ট করি। এরপর কে কী লিখছেন বা বলছেন—সেসব আমি জানি না। আমি পুরোপুরি শুটিং নিয়েই ব্যস্ত।”জানা গেছে, এই মুহূর্তে সুনেরাহ রয়েছেন নেপালে। সেখানে তিনি নতুন একটি প্রজেক্টের শুটিং করছেন, যার পরিচালক তানিম রহমান অংশু।