Joy Jugantor | online newspaper

মেট্রোর সেবায় ভ্যাট অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৪, ২৪ ডিসেম্বর ২০২৫

মেট্রোর সেবায় ভ্যাট অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত

মেট্রোর সেবায় ভ্যাট অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।এরআগে গত জানুয়ারিতে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর, সে হিসাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি থাকবে।

নতুন করে এ বিষয়ে আবার সিদ্ধান্ত নিল সরকার।ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এবং গণপরিবহন। তবে মেট্রোরেল চালুর পর শুরু থেকেই এর মালিক কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এ সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।