Joy Jugantor | online newspaper

১৬৮ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ২৩ ডিসেম্বর ২০২৫

১৬৮ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার

১৬৮ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার

এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৬৮ কোটি টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ১৬৭ কোটি ৯০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৭ টাকা ৯০ পয়সাসুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো- প্রধান অয়েল মিলস লিমিটেড, গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড।এরমধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার এবং প্রধান অয়েল মিলস লিমিটেড ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনা হবে ২৫ লাখ লিটার করে রাইস ব্রাণ তেল।সভায় রাইস ব্রাণ অয়েল ছাড়াও চাল, সয়াবিন তেল, মসুর ডাল ও কয়েক ধরনের সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।