Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন সভা 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ১৪ আগস্ট ২০২৫

শাজাহানপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন সভা 

শাজাহানপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন সভা 

বগুড়ার শাজাহানপুরে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি)-২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৪ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বা নবম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬৩,৮৬৯ শিশু শিক্ষার্থী এবং কমিউনিটিতে ২৫,৫৪০ জন শিশুকে টিকাদান করা হবে।

ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ডা. শহিদুল ইসলাম ও মেডিক্যাল টেকনোলজিস্ট টিপিআই হাসিনা খাতুন,নগর জেএম ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ বেলাল বিন নওয়াব, বিহিগ্রাম এডিইউ সেন্ট্রাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু নসর ইয়াহইয়া,মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি হারেজ উদ্দিন প্রমুখ।

সভায় অংশগ্রহণ করেন শিক্ষক অঞ্জনা রাণী,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল হালিম দুদু,বামুনিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রতিনিধি ও কমিউনিটি লিডারগণ।উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন বলেন, “টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যন্ত জরুরি।”সবার সহযোগিতায় এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে।