Joy Jugantor | online newspaper

২০২৫ সালে যাদের হারিয়েছে বিশ্ব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৪, ৩১ ডিসেম্বর ২০২৫

২০২৫ সালে যাদের হারিয়েছে বিশ্ব

২০২৫ সালে যাদের হারিয়েছে বিশ্ব

২০২৫ সাল বিশ্ব রাজনীতিতে ছিল শোক আর বিদায়ের বছর। একের পর এক প্রভাবশালী নেতার মৃত্যু বদলে দিয়েছে বৈশ্বিক আলোচনার ধারাকে। কেউ ছিলেন ক্ষমতার শীর্ষে, কেউ লড়াই করেছেন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে- তাদের প্রয়াণ বিশ্বজুড়ে সৃষ্টি করেছে আলোড়ন। বহু দেশ পেয়েছে নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ, আবার কোথাও শুরু হয়েছে অস্থিরতা ও ক্ষমতার নতুন সমীকরণ। এই বছরেই পৃথিবী হারিয়েছে অন্তত ১০ জন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের দীর্ঘ রাজনৈতিক যাত্রা, নেতৃত্ব ও বিতর্ক বহুদিন মনে রাখবে বিশ্ব। চলতি বছর মারা যাওয়া ব্যক্তি তুলে ধরা হলো-

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে তার মৃত্যুর খবর। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, যুক্তরাজ্যের বিবিসি, দ্য গার্ডিয়ান, আলজাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যু নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার আপসহীন নেতৃত্বের জন্য প্রশংসা করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, ‘৮০ বছর বয়সি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু’। প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া এবং শেখ হাসিনার সঙ্গে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। প্রতিবেদনে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হয়েছে।জিয়াউর রহমান ১৯৭৫-এর ঘটনাবহুল প্রেক্ষাপটে রাষ্ট্রক্ষমতায় আসেন। এই সময়েও জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির সাধারণ জীবন-যাপনের দৃশ্য দেখা যায়। এরপর ১৯৮১ সালে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন জিয়াউর রহমান। তারপর থেকে দুই সন্তান নিয়ে জীবনযাপন করেন খালেদা জিয়া।

পরে বিএনপির হাল ধরেন তিনি। কয়েকবছর পরই শুরু হয় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে আপসহীন খেতাব পান খালেদা জিয়া। পুলিশের গ্রেপ্তার এড়াতে তাদের চোখ ফাঁকি দিয়ে, রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান নেতায় পরিণত হন তিনি। যার প্রমাণ পাওয়া যায় গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে। প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। কিন্তু সাদামাটা জীবন দর্শন ভুলে যাননি। যে কারণে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও নিজস্ব সম্পদের দিকে তার খেয়াল ছিল না। বড় ছেলে রাজনীতিতে এলেও তাকে কোনো সরকারি পদে বসাননি। 

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। দেশ পরিচালনার পাশাপাশি বারবার তিনি নির্যাতিত হয়েছেন। মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। নির্যাতনের শিকার তার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে মারা যান নির্বাসনে। তাদের সংসার আর কখনো এক ছাদের নিচে রাত্রিযাপনের সুযোগ পায়নি।সর্বশেষ শেখ হাসিনার স্বৈরাচারী শাসন তার শরীরের ওপর যে নির্যাতন চালায়, সেই ধকল নিয়েই চলে গেলেন খালেদা জিয়া। তবে তার যে মানবিকতা, দেশপ্রেম, দৃঢ় চারিত্রিক গুণাবলি, গভীরে চিন্তা করতে পারার ক্ষমতা, সহনশীলতা- তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

থাইল্যান্ডের রানি সিরিকিত
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা ও রানি সিরিকিত ২৫ অক্টোবর ৯৩ বছর বয়সে ব্যাংককের হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ২০১৯ সাল থেকে শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, চলতি মাসে রক্তে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থা আরও সংকটাপন্ন হয়েছিল।রানি সিরিকিত ৬ দশকের বেশি সময় রাজপরিবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে রাজা ভাজিরালংকর্ন রাজার মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। মরদেহ ব্যাংককের দুসিত থোর্ন হলে সমাহিত হবে। থাই প্রধানমন্ত্রীও সিরিকিতের মৃত্যুতে মালয়েশিয়া সফর বাতিল করেছেন। রানি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।মিলাদ পড়ে 'নির্বাচনী বিসমিল্লাহ' করছেন ওসমান হাদি

শরিফ ওসমান হাদি
গত ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস | পোপ ফ্রান্সিস মারা গেছেন

পোপ ফ্রান্সিস 
২১ এপ্রিল পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ডোমাস সানক্টা মার্টায় মারা যান। কয়েক মাসের চিকিৎসাজনিত অসুস্থতা ও হাসপাতালে ভর্তি থাকার পর তিনি প্রয়াত হন। গত ১২ বছর ধরে পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন। অভ্যন্তরীণ বিভাজন মোকাবেলা, দুর্নীতির অভিযোগে এক কার্ডিনালসহ নয়জনের বিচার, কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেন ও গাজার সংঘাতের সময় গির্জাকে পরিচালনা করেছেন।ভ্যাটিকান জানায়, আর্জেন্টাইন পোপকে শেষ শ্রদ্ধা জানাতে প্রায় আড়াই লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন। সংস্কারক এবং অনেক সময় বিতর্কিত নেতারূপে স্বীকৃত পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরিবর্তে সেন্ট মেরি মেজরের রোমান ব্যাসিলিকায় সমাহিত করা হয়েছে, যা তার ঐতিহ্যের প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে বিবেচিত হচ্ছে।

লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ
গত ২৪ ডিসেম্বর তুরস্কের আঙ্কারার কাছে একটি প্রাইভেট জেট দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়ন করা ফ্যালকন-৫০ উড্ডয়নের কয়েক মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে আঙ্কারার ৭৪ কিলোমিটার দূরে হায়মানা জেলার কেসিককাভাক গ্রামে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনায় সেনাপ্রধান ছাড়াও চার লিবীয় কর্মকর্তা ও তিন ক্রু নিহত হন। তুরস্কের আইন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটি সম্ভাব্য কারণ হিসেবে দেখানো হয়েছে। লিবিয়ার প্রধানমন্ত্রী এটিকে ‘জাতির বড় ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন।

রাইলা ওডিঙ্গা (কেনিয়া)
গত ১৬ অক্টোবর কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা ৮০ বছর বয়সে ভারতের কেরালায় প্রয়াত হয়েছেন। আয়ুর্বেদিক ক্লিনিকে হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে গেলে তিনি মারা যান। রাইলা ওডিঙ্গা পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সর্বশেষ ২০২২ সালে, তবে কখনো জয়ী হননি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নাইরোবিতে শত শত মানুষ বাসভবনে জমায়েত হন এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে গাছের ডাল নাড়াতে থাকেন। জনগণ তাকে ‘বাবা’ নামে ডাকে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘোষণা করেছেন, রাইলা ওডিঙ্গাকে ‘কেনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ও আফ্রিকার শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে অভিহিত করেছেন। কেনিয়া তথা পূর্ব আফ্রিকার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রেইলা ওডিঙ্গা ১৫ অক্টোবর ২০২৫ সালে ৮০ বছর বয়সে হৃদরোগে মারা যান। তার মৃত্যু আফ্রিকার রাজনীতিতে গভীর শোক তৈরি করে। 

হামাসের মুখপাত্র আবু ওবায়দাকে হত্যার দাবি ইসরায়েলের

হামাস মুখপাত্র আবু ওবায়দা
২৯ ডিসেম্বর ফিলিস্তিনের গোষ্ঠী হামাস তাদের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার মৃত্যু নিশ্চিত করেছে। তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন, তবে হামলার সময় ও স্থান প্রকাশ করা হয়নি। আবু ওবায়দার প্রকৃত নাম হুজাইফা সামির আল-কাহলুত। দুই দশক ধরে মুখ ঢেকে দায়িত্ব পালন করা এ নেতার স্থলাভিষিক্ত হবেন নতুন মুখপাত্র। হামাস জানিয়েছে, শীর্ষ নেতাদের মৃত্যু সত্ত্বেও প্রতিরোধ থামবে না এবং ফিলিস্তিন সমর্থনে লড়াই অব্যাহত থাকবে।

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সামরিক প্রধান তাবতাবাই কে ছিলেন

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলা চালানোর একদিন পর সোমবার ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানায়।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘লেবাননের ইসলামী প্রতিরোধের মহান কমান্ডার শহীদ হাইথাম আলী তাবাতাবাইকে ইসরাইল কাপুরুষোচিতভাবে হত্যা করেছে। বিবৃতিতে এই ঘটনাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে নিন্দা জানায়।’