Joy Jugantor | online newspaper

বগুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা

শোক প্রকাশে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৩১ ডিসেম্বর ২০২৫

শোক প্রকাশে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশে  আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেট, কাঁচাবাজার, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিন বিকেল সাড়ে তিনটায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু-হাত তুলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

জানা যায়, বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার মৃত্যুতে শুধু দলীয় নেতাকর্মী ও সমর্থকই নন, আপামর মানুষও শোকে নিমজ্জিত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোক শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন দেয়ালে, বিপনী বিতানে, দোকানে, বাজারে ব্যানার টানিয়েছে। বুধবার সকাল থেকে থানা রোড, কবি নজরুল ইসলাম সড়ক ও কাঠালতলা এলাকার নিউ মার্কেট, ছহির উদ্দিন মার্কেট, পুকুরপাড় নিউ মার্কেট, বিআরটিসি শপিং কমপ্লেক্স, আল-আমিন কমপ্লেক্সসহ অধিকাংশ মার্কেট বন্ধ থাকতে দেখা যায়। শহরের প্রধান কাঁচাবাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজারেও দোকানপাট বন্ধ রয়েছে। মার্কেটগুলোর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মার্কেটের প্রবেশমুখে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।